বায়ুদূষণের শীর্ষে ভারতের দুই শহর, ঢাকার বায়ুমানে উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
শীত এলেই বায়ুমানের চরম অবনতি ঘটে রাজধানী ঢাকায়, গত কয়েকদিনের পাশাপাশি যেমনটা পরিলক্ষিত হয়েছে গত ডিসেম্বর জুড়েই। বায়ুদূষণে ঢাকা বিগত ৯ বছরের মধ্যে সবচেয়ে দূষিত ছিল গত ডিসেম্বর। সে তুলনায় আজ অনেকটা উন্নতি ঘটেছে ঢাকার বায়ুমানে; ২০০-এর নিচে নেমে এসেছে দূষণের স্কোর। অন্যদিকে বায়ুদূষণের আজ শীর্ষে অবস্থান করছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে এসব তথ্য।
আইকিউএয়ারের সবশেষ আপডেট অনুযায়ী, আজ বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে অবস্থান করছে কলকাতা। পশ্চিমবঙ্গের এ শহরটির বাতাসের দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ৫৭৭। অর্থাৎ, শহরটির বাতাস আজ বেশ দুর্যোগপূর্ণ। দূষণের তালিকায় কলকাতার পরই অবস্থান করছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২২১, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর।
অন্যদিকে ১৯০ স্কোর নিয়ে আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। অবশ্য এ স্কোরও খুব একটা নিরাপদ নয় এবং শিশু ও বয়স্কদের জন্য এমন বাতাসও খুব অস্বাস্থ্যকর।
বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার আগে অবস্থান করছে ভারতের আরেক শহর মুম্বাই। শহরটির দূষণ স্কোর আজ ১৯৩। এছাড়া, বায়ুদূষণের শীর্ষ ৫-এ আছে মিশরের রাজধানী কায়রো ও নেপালের রাজধানী কায়রো। ২১১ ও ১৯৭ স্কোর নিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে শহর দুটি।
উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর বাতাসের স্কোর যদি হয় ১৫১ থেকে ২০০, তবে তাকে অস্বাস্থ্যকর বাতাস বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। আর ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।
- টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস
- ৭৬৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
- কত টাকা আয় করল রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’?
- শীতের সকালের নাশতার সহজ রেসিপি: আলু পরোটা
- কিছুটা কমতে পারে শীত, জানাল আবহাওয়া অফিস
- তিন দাবিতে গণঅনশনে জবি শিক্ষার্থীরা
- বায়ুদূষণের শীর্ষে ভারতের দুই শহর, ঢাকার বায়ুমানে উন্নতি
- নোয়াখালীতে চেপে বসেছে ঘন কুয়াশা ও শীত
- লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত বেড়ে ১৬
- চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি
- তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুনে ক্ষতির পরিমাণ জানা গেলো
- টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলীয় নেতার
- ফের যেদিন থেকে বাড়বে শীত
- তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
- দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস, গুড়
- আবার প্রেমে পড়েছেন পরীমণি?
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত
- কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
- সবজি ও মুরগির দাম কিছুটা কমেছে, চাল-আলুর দাম বাড়তি
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার
- টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা
- খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ
- আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় টাইগ্রেসদের